হিসাববিজ্ঞান; কী এবং কেন?। মোহাম্মদ তারেক

টাকা-পয়সার সঠিক হিসাব রাখা, খরচ নিয়ন্ত্রণ, সঞ্চয় বৃদ্ধি কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা- এ বিষয়গুলোর মূল চাবিকাঠি হলো হিসাববিজ্ঞান। প্রাচীন যুগের পাথরের দাগ থেকে শুরু হয়ে একবিংশ শতাব্দীর এই আধুনিক পৃথিবীতে আজও হিসাববিজ্ঞান বিচরণ করে চলেছে সদর্পে।

হিসাববিজ্ঞান

মোহাম্মদ তারেক

9/9/20251 মিনিট পড়ুন

হিসাববিজ্ঞান বা Accounting হলো এমন একটি বিষয় যা শুধু ব্যবসার জন্য নয়, আমাদের ব্যক্তিগত জীবনেও সমানভাবে প্রয়োজনীয়। টাকা-পয়সা কোথায় খরচ হচ্ছে, কতটা আয় হচ্ছে, কিংবা সঞ্চয় বাড়ছে নাকি কমছে - এসব জানতে হলে হিসাববিজ্ঞান জানা আবশ্যক। সেই প্রাচীন কাল থেকেই মানুষ পাথরে দাগ কেটে, রশিতে গিঁট বেঁধে, গাছের বাকলে চিহ্ন দিয়ে তাদের কৃষি কার্যের হিসাবনিকাশ রাখত। এরই ধারাবাহিকতায় সভ্যতার কালক্রমে ইতালিতে বিশেষ করে ভেনিস শহরে একসময় ব্যবসা-বাণিজ্য ব্যাপক প্রসার লাভ করে। ব্যবসায়িক কার্যক্রমে সাধারণত দুটি পক্ষের মধ্যে লেনদেন সাধিত হয়। লেনদেন মানে বোঝায় আদান-প্রদান অর্থাৎ এক পক্ষ সুবিধা গ্রহণ করে এবং অপর পক্ষ সুবিধা প্রদান করে। লেনদেনের এই ধারণা থেকে একসময় ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক Luca Pacioli ১৪৯৪ সালে তার বিখ্যাত গাণিতিক গ্রন্থ Summa de arithmetica, geometria, proportioni et proportionalita এর এক অংশে দুতরফা দাখিলা পদ্ধতি তথা দুপক্ষের লেনদেন লিপিবদ্ধকরণ নিয়ে বিশদ আলোচনা করেন। আর তখন থেকেই আজকের এই হিসাববিজ্ঞানের পদযাত্রা শুরু হয়। এই আধুনিক যুগে হিসাববিজ্ঞানের শাখা ব্যাপক বিস্তৃতি যে অকল্পনীয়, তা বললে খুব একটা ভুল হবে না।

হিসাববিজ্ঞান আসলে কী? সহজ ভাষায়, হিসাববিজ্ঞান হলো আয়-ব্যয় ও আর্থিক কর্মকাণ্ডের সঠিক হিসাব রাখা এবং তা বিশ্লেষণ করার পদ্ধতি। এর মাধ্যমে আমরা জানি কোনো ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন। কেন আমরা হিসাববিজ্ঞান শিখব? আমরা প্রতিদিনই অর্থ ব্যয় করি - বই কিনি, টিফিন খাই, বাসে চড়ি। এই ছোট ছোট খরচগুলো কোথায় যাচ্ছে তা বুঝতে পারলে আমরা সঞ্চয় করতে পারি। আবার ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে লাভ-ক্ষতি, দেনা-পাওনা ও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য হিসাববিজ্ঞান অপরিহার্য। হিসাববিজ্ঞান সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, ব্যবসা বা প্রতিষ্ঠানে স্বচ্ছতা আনে, সরকারকে সঠিকভাবে কর প্রদানে সাহায্য করে, ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা করে। হিসাববিজ্ঞান জানলে নিজের আয়-ব্যয়ের পরিকল্পনা ভালোভাবে করা যায়, অপ্রয়োজনীয় খরচ কমানো যায়। পাশাপাশি সঞ্চয় ও বিনিয়োগ বাড়ানো সম্ভব হয়। কেউ যদি ব্যবসা নাও করে, তবুও হিসাববিজ্ঞান তাদের জানা উচিত। কারণ তুমি প্রতিদিনই টাকার সাথে সম্পর্কিত সিদ্ধান্ত নিচ্ছ। হিসাব জানলে নিজের অর্থ তুমি শতভাগ সঠিকভাবে ব্যবহার করতে পারবে। হিসাববিজ্ঞান কি শুধু গণিতের বিষয়? না। এতে কিছু হিসাব থাকলেও আসল বিষয় হলো অর্থনৈতিক তথ্য সংগঠিত ও বিশ্লেষণ করা। যেকোনো ছাত্রছাত্রী এটি সহজেই শিখতে পারে।
ভবিষ্যতে হিসাববিজ্ঞান জানলে কী ধরনের সুযোগ পাওয়া যাবে? একাউন্টিং-ফাইন্যান্স-ব্যাংকিংবিষয়ক চাকরি, ব্যবসা পরিচালনা, এমনকি ব্যক্তিগত জীবনের অর্থ ব্যবস্থাপনাতেও এটি তোমাকে এগিয়ে রাখবে। হিসাববিজ্ঞান শুধু একটি বিষয় নয়
- এটি হলো জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে এক অনন্য উপায় যা শিখে যে কেউ তাদের জীবনকে করতে পারবে আরও পরিকল্পিত, সুশৃঙ্খল ও সফল।