না শিখলে কেমনে কী?
ইওর পাথওয়ে টু স্মার্টার লার্নিং


আমাদের গল্প
আমাদের প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় আড্ডার মাঝে ছুড়ে দেওয়া এক প্রশ্ন দিয়ে। প্রশ্নটি ছিল, 'না শিখলে কেমনে কী?'
সেই চার শব্দের প্রশ্নটিই আমাদের জন্য হয়ে উঠলো এদেশের শিক্ষার্থীদের জন্য কিছু করার এক অনন্য উপায়। ক্লাসরুমের আড্ডায় আর গভীর রাতের কথোপকথনে আমাদের মাঝে একটি জিনিসই যেন ঘুরে ফিরে আসতে থাকলো। সেটি হলো, এ দেশের শিক্ষার্থীদের জন্য একঘেয়েমিবিহীন শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে।
আর ঠিক সেই মুহূর্ত থেকে শুরু আমাদের পথচলা। ফ্ল্যাশকার্ড দিয়ে যাত্রা শুরু করা দুজন বিনিয়োগকারী আর দুজন এডিটরের সমন্বয়ে প্রতিষ্ঠিত হওয়া এই প্রতিষ্ঠানটি অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে আজ কাজ করে যাচ্ছে পকেটবুক, পোস্টার, আর্টিকেল, ভিডিয়ো, কোর্স, ম্যাগাজিন নিয়ে। বোর্ড অব ডিরেক্টর্স থেকে অপারেশনাল টিম - সব মিলিয়ে আজ এই প্রতিষ্ঠানে কাজ করছে মোট ১৫ জন।
দ্য লার্নিং শেলফের মাধ্যমে ফ্ল্যাশকার্ড, পকেটবুক, পোস্টারসহ ফিজিক্যাল লার্নিং এইড; দ্য লার্নিং ল্যাবের মাধ্যমে আর্টিকেল, ভিডিয়ো, কোর্সসহ ডিজিটাল লার্নিং এইড; আর দ্য লার্নিং ক্রোনিকল নামে মাসিক ডিজিটাল ম্যাগাজিন - এই তিনের সমন্বয়ে আজ 'না শিখলে কেমনে কী?' জায়গা করে নিয়েছে হাজার-হাজার শিক্ষার্থীদের কাছে।
তবে আমাদের যাত্রা এখানেই শেষ নয়। ২০৩১ সাল নাগাদ আমাদের মেগাপ্ল্যান বাস্তবায়নে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, 'না শিখলে কেমনে কী?' দ্রুতই হয়ে উঠবে এ দেশের অন্যতম এডুকেশনাল ইকোসিস্টেম। যে ইকোসিস্টেমে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক সকলেই থাকবে গর্বিত সদস্য হয়ে। যে ইকোসিস্টেম জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যের প্রত্যেকটিতে ভূমিকা রাখবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে।
We began with a question. We continue with a mission. And with every learner who joins us, the story writes itself anew.












আমরা যারা এর পেছনে
পরিচালনা পর্ষদ
অপারেশনাল টিম






আল মাহফুজ মাহিন (DU)
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এনএসকেকে
আদনান ইসলাম (DU)
নির্বাহী পরিচালক, এনএসকেকে
মো: মেহেদী হাসান (AUST)
নির্বাহী পরিচালক, এনএসকেকে
মো: রাহিব সাদিদ মাহি (IUT)
নির্বাহী পরিচালক, এনএসকেকে
নাম প্রকাশে অনিচ্ছুক (LTU)
নির্বাহী পরিচালক, এনএসকেকে
মো: মঈনুদ্দীন ইমন (DU)
ব্যবস্থাপনা পরিচালক, এনএসকেকে










ফেরদৌস রায়হান (BUET)
সম্পাদক, এনএসকেকে
ইকরাম হোসেন নিশাত (DU)
সম্পাদক, এনএসকেকে
মাহফুজুর রহমান (UAP)
সম্পাদক, এনএসকেকে
শাফকাত হোসাইন বৃত্ত (KUET)
সম্পাদক, এনএসকেকে
মোহাম্মদ তারেক (DU)
এস.এম.এম. এবং সম্পাদক, এনএসকেকে
আল মাহফুজ মাহিন (DU)
সিইও এবং ইআইসি, এনএসকেকে
মো: মঈনুদ্দীন ইমন (DU)
ব্যবস্থাপনা পরিচালক, এনএসকেকে
আবু রিফাত তানজিম (DU)
সম্পাদক, এনএসকেকে
আহনাফ আল নাসিফ (DU)
সম্পাদক, এনএসকেকে
অভিজিৎ সরকার (SAU)
সম্পাদক, এনএসকেকে
ক্যারিয়ার
আমাদের প্রতিষ্ঠানে যোগ দিতে চাইলে দেরি না করে
এখনই ভিজিট করুন আমাদের ক্যারিয়ার পেইজে!
না শিখলে কেমনে কী?
শেরেবাংলা নগর, ঢাকা - ১২০৭
+880 1715 440454
contact@nskkbd.com
Read in English
